ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

বাঁশখালীতে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান, ডেম্পার জব্দ

আবু ওবাইদা আরাফাত
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৫:১৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব চাম্বল বড়বিল পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে বাঁশখালী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, স্থানীয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এ কারণে প্রতি বছরই বর্ষার মৌসুমে পাহাড় ভেঙে পূর্ব চাম্বল এলাকার চলাচলের রাস্তা ঘাট  বিলীন হয়ে যাচ্ছে। অবৈধ বালু সিন্ডিকেট চক্রের সদস্যরা প্রভাবশালী হওয়াতে কেউ কিছু বলার সাহস পায় না, উক্ত রাস্তা দিয়ে দৈনিক ১০-১৫ ট্রাক বালু উত্তোলনের ফলে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলেও জানান এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, ‘কয়েক সপ্তাহ ধরে স্থানীয় আব্দুর রহিম ও আব্দু শুক্কুরের নেতৃত্বে অবৈধভাবে ছড়া থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সন্ধ্যা হলেই ১০/১৫টি ডেম্পার ট্রাক দিয়ে বালু বোঝাই করে রাতঅবধি চলে তাদের কর্মযজ্ঞ। ডেম্পার চলাচলের কারণে পুরো সড়কপথটি ধূলোবালিতে নরক রাজ্যে রূপ নেয়। এতে অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসী।’

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন রূপালী বাংলাদেশকে বলেন, পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও থানা পুলিশ সদস্যদের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২টি ডেম্পার ট্রাক জব্দ করা হয়।

জব্দকৃত ট্রাক ২ টি চাম্বল ইউপি চেয়ারম্যান মোঃ শহিদ উল্লাহর জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।