চট্টগ্রাম পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেছে সীতাকুন্ড জাতীয় মহাতীর্থে শ্রী শ্রী চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী উৎসব ও মেলা কমিটি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে এই মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
মেলা উদযাপন কমিটিকে চট্টগ্রাম জেলার ঐতিহ্য ধরে রেখে শান্তিপূর্ণভাবে সবার সহযোগিতার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পাদনে সকলের সহযোগিতা কামনা করেন এবং করনীয় বর্জনীয় সম্পর্কে সুস্পষ্ট দিক-নির্দেশনা দেন পুলিশ সুপার।
সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল), অফিসার ইনচার্জ সীতাকুণ্ড মডেল থানা ও টিআই প্রশাসন এবং শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম শিব চতুদর্শী মেলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চন্দ্রনাথ ধাম বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি প্রাচীন তীর্থস্থান, যা সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র। প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে এখানে তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়।