‘গণহত্যাকারী দল আ.লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে’

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৫:৪৮ পিএম

‘গণহত্যাকারী দল আ.লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে’

ছবি: রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিসহ গণহত্যার বিচার চেয়ে পৃথক মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আন্দোলনকারীদের একটি অংশ শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে কফিন মিছিল বের করে। এর আগে দুপুরে ঝুমুর এলাকা থেকে অপর অংশে বিক্ষোভ মিছিল হয়। 

কফিন মিছিলে উপস্থিত ছিলেন-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আরমান হোসেন, সাইফুল ইসলাম মুরাদ, আরিয়ান রায়হান, রেদোয়ান হোসেন রিমন প্রমুখ।

বিক্ষোভ মিছিলে শাহিদুর রহমান রাফি ও বায়েজিদ হোসেনসহ কয়েকজন উপস্থিত ছিলেন। 

এসব কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল। দ্রুত তাদের নিষিদ্ধ করতে হবে। 

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত আবুল কাশেমের (২০) মৃত্যুর ঘটনায় দেশব্যাপী ‘কফিন মিছিল’ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 

আরবি/জেডআর

Link copied!