নান্দাইলে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৬:১৯ পিএম

নান্দাইলে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহবায়কের ফেসবুক পেইজে এ কমিটি প্রকাশ করা হয়।

জানা গেছে, ১১২ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরীকে আহবায়ক এবং এনামুল কাদিরকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে ২০ জনকে রাখা হয়েছে। 

৮১ সদস্য বিশিষ্ট পৌর কমিটিতে এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলকে আহবায়ক এবং রফিকুজ্জামান ভুইয়া মনিরকে সদস্য সচিব করা হয়েছে।


 

আরবি/জেডআর

Link copied!