আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসকে ঘিরে সারা বিশ্বের মানুষের মাঝে থাকে নানা আয়োজন। বিশেষ করে প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীরাই ভালবাসা দিবসকে ঘিরে আনন্দে মেতে ওঠেন।
বিশ্ব ভালোবাসা দিবসে অন্যরকম ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি যুবক।
আজ (১৪ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় ও মহুয়ার মোড় এলাকায় ঘুরে ঘুরে এই যুবক ৩৫ জন পাগল, পাগলী ও ভিক্ষুকদের প্রত্যেককে ১ প্যাকেট বিরয়ানি ও ১টি লাল গোলাপ উপহার দেয়।
যুবকটির নাম হানজালা ফকির (২৫)। সে উপজেলার উত্তরপাড়া গ্রামের আব্দুস সাত্তার ফকিরের ছেলে। জনতা ব্যাংকের কোটালীপাড়া শাখায় অফিস সহকারি পদে মাস্টার রোলে চাকরি করেন।
শুক্রবার বিকেল ৩টার সময় উপজেলার পশ্চিমপাড় এলকায় বন্ধুদের নিয়ে এক পাগলীকে পাশে বসিয়ে বিরয়ানি খাওয়াচ্ছিলো হানজালা। এ সময় এই প্রতিবেদকের কথা হয় হানজালার সাথে।
হানজালা বলেন, আমি একটি ব্যাংকে মাস্টার রোলে অফিস সহকারি পদে চাকরি করার কারণে অন্য দিন সময় পাই না। তাই প্রতি শুক্রবার এই কাজ করে থাকি। আজ শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবস থাকার কারণে সবাইকে বিরয়ানির সাথে একটি করে লাল গোলাপ দিয়েছি। সমাজের সকল মানুষ যদি যার যার অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাড়ায় তাহলে পৃথিবীতে কোন অসহায় মানুষ থাকবে না।
তিনি আরো বলেন, আমার এই কর্মকান্ড আগামীতেও অব্যহত থাকবে।
হানজালার বন্ধু আরিফ কাজী জানান, অল্প বেতনে চাকরি করার পরও সবসময় কিছু টাকা জমিয়ে এ ভাবে বিরয়ানি পাকিয়ে ভিক্ষুক, পাগল ও পাগলী দেখলে তাদেরকে খাওয়ায়। আর এ কাজে হানজালার কিছু বন্ধু ও তাকে সহযোগিতা করেন।