ঢাকার সাভারে দিন দুপুরে একটি যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাসের কয়েকজন যাত্রী বাধা দিতে গেলে ছিনতাইকারীদের ছুরির আঘাতে চালকের সহকারীসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী কয়েকজন বাস যাত্রী জানান, শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মানিকগঞ্জ থেকে গুলিস্তানের উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বাসটি থামানো হয়। এ সময় দুইজন ছিনতাইকারী ধারালো চাকু হাতে বাসে উঠেই সামনের দিকের যাত্রীদের তল্লাশি করে মোবাইল ফোন ও ম্যানিব্যাগ ছিনিয়ে নেন। পরে তারা কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেইনও ছিনিয়ে নেন। একপর্যায়ে ছিনতাইকারীরা বাসের পেছনের দিকের যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের সময় কয়েকজন বাসযাত্রী তাদের বাধা দেন। এসময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে ওই যাত্রীদের আঘাত করে বাস থেকে নেমে পালিয়ে যায়।
বাসে থাকা যাত্রী শহিদুল ইসলাম জানান, বাসে ১৫-২০ জন যাত্রী ছিল। সবাই ইচ্ছেমতো ফাঁকা ফাঁকা ছিটে বসেছিল। প্রথমেই ছিনতাইকারীদের বিষয়টি আমি বুঝতে পারিনি, ভাবছিলাম ভাড়া নিয়ে তর্ক হচ্ছে। পরে যখন ছিনতাইকারীরা পেছনের দিকে যায় এবং একজন নারীর গলার চেইন নিয়ে নেয় তখন তার চিৎকারে সবাই বিষয়টি বুঝতে পেয়ে তাদের ধরার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীরা বাসের চালকের সহরকারীসহ তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আপনার মতামত লিখুন :