ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিতদের সঙ্গে ব্যতিক্রমী ভালোবাসা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৯:১২ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে অসহায় সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের সঙ্গে নিয়ে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ‘ভালোবাসার রঙ ছুঁয়ে দেই- বঞ্চিত হৃদয়ে হাসি ছড়াই’ এই প্রতিপাদ্যকে মনে রেখে জেলার সামাজিক সংগঠন উদ্যোগ শহরের জেলা স্কুল বড়মাঠে এই আয়োজন করেন।

আয়োজনে অংশ নিয়ে খুশি সুবিধাবঞ্চিত বয়স্করাও।

আম্বিয়া খাতুন, রাবেয়া আক্তার বলেন, ভালোবাসা দিবসে আমাদের মাঝে এতো ভালোবাসা দিবে ভাবতে পারি নাই। আমাদের পাশাপাশি অনেক শিশুকে আনছে তারা। তাদের ধন্যবাদ জানাই।

আয়োজকরা জানান, সুবিধা বঞ্চিত শিশু ও বয়স্কদের মুখে হাসি ফোটাতেই তাদের এই উদ্যোগ।