ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে ৪ দিনের উরস শুরু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১১:২৬ এএম

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে ৪ দিনের উরস শুরু

ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বিশ্ব ওলী শাহ্সুফী হযরত মাওলানা মোহাম্মদ হাসমতউল্লাহ্ নকশবন্দী মোজাদ্দেদী ‘কুদ্দেছা ছিররাহুল আজীজ’ (কু. ছে. আ.) ছাহেবের ৪ দিনব্যাপী বাৎসরিক উরস শরীফ আজ ১৫ ফেব্রুয়ারি (শনিবার) থেকে শুরু হয়েছে।

ওরস উপলক্ষ্যে দেশ-বিদেশ থেকে লাখ-লাখ মানুষের আল্লাহু আকবর তাকবির ধ্বনি ও পদচারণায় মুখরিত এখন পুরো এলাকা।

ওরস শরীফ উপলক্ষ্যে জাকেরানদের জন্য তৈরি করা হয়েছে বিশাল এলাকাজুড়ে প্যান্ডেল, অজুখানা, খাবার মাঠ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মহিলাদের থাকার ব্যবস্থা, গাড়ি পার্কিং-এর জন্য মাঠ প্রস্তুত, বিভিন্ন ডিপার্মেন্টের গেট নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, দেওয়ালে-দেওয়ালে রঙের কাজ, অন্যান্য ধর্মালম্বীদের থাকার জন্য নির্মিত হয়েছে আলাদা সামিয়ানা, জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা। এ ছাড়াও সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার জুম্মার নামাজের পর খাজাবাবা ফরিদুপুরীর মাজার জিয়ারত শেষে পতাকা উত্তোলনের মাধ্যমে উরসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছেন জাকের মঞ্জিল দরবার শরীফের সমম্বয়কারী এম. এম শহীদুল ইসলাম শাহিন।

তিনি জানান, এর মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাকেরান, আশেকান সহ বিভিন্ন ধর্মাবলম্বী ভক্তদের সমাগমে মুখরিত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ।

আইটি বিভাগের কামরুল হাসান জানান, দরবার শরীফ এলাকায় প্রায় ২০০ শতাধিক সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। একই সাথে গ্রহণ করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। দরবার শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও সদরপুর থানা পুলিশের পাশাপাশি ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, বাংলা ১৩৫৪ সালে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পীর খাজাবাবা ফরিদপুরী প্রথম উরস শরীফ শুরু করেন। একই সাথে থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে বাৎসরিক উরস শরীফ।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিদিন মিলাদ মাহফিল, জিকির আসকার, ফরজ, সুন্নত ও নফল ইবাদতের সঙ্গে তরিকতের ওজিফা কালামে মশগুল থাকবেন জাকেরানরা। আগামী ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জাকের মঞ্জিলের বাৎসরিক উরস শরীফ।

আরবি/এসআর

Link copied!