আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আবুল কালাম আজাদ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে।
আবুল কালাম আজাদ (৪০) রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম হারুন তালুকদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমির হোসেন আমুর সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন আবুল কালাম আজাদ। তবে তিনি ওই প্রভাব ব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এলাকা থেকে আত্মগোপনে চলে যান।
আপনার মতামত লিখুন :