ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

অপারেশন ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যান আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৭:২৫ পিএম
ছবি: সংগৃহীত

কু‌ষ্টিয়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’মিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ‌দিনগত রাতে তাকে আটক করা হয় বলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আটক নুরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক। ‌তি‌নি একই গ্রা‌মের মৃত রুহুল আমি‌নের ছে‌লে।

এর আগে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দি‌কে মিরপুর উপজেলা সভাকক্ষে অনু‌ষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় উপ‌স্থিত ছিলেন নুরুল ইসলাম‌।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট’ কার্যক্রমের অংশ হিসেবে নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। তার বিরু‌দ্ধে অভি‌যোগ রয়েছে। এক‌টি মামলায় তা‌কে স‌ন্দেহভাজন আসামী হি‌সে‌বে আটক করা হয়েছে।