বগুড়ায় ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৯:৩১ পিএম

বগুড়ায় ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

বিএনপির বিগত দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ছাত্রদল বগুড়ার তৃণমূল ইউনিটে সাংগঠনিক তৎপরতা এবং যোগ্য নেতৃত্ব বাছাই কার্যক্রম চলছে।

শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে কলেজ শাখাগুলোতে প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহরের টিএমএসএস অডিটোরিয়ামে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেয়।

সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

এদিন সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজসহ বগুড়ার বিভিন্ন উপজেলার কলেজের শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়। 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান।

বক্তব্য রাখেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন। 

আরবি/জেডআর

Link copied!