জনপ্রিয় ইসলামী স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজাহারীর ময়মনসিংহের মাহফিল থেকে শতাধিক মোবাইল চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত থানায় শতাধিক মোবাইল চুরির সাধারণ ডায়েরী লিপিবদ্ধ হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান রূপালী বাংলাদেশ`কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাহফিলে মোবাইল চুরির ঘটনায় বিকাল ৪ টা থেকে ভোক্তভোগীরা একের পর এক থানায় সাধারণ ডায়েরী করছেন। সর্বশেষ রাত ৯ টা পর্যন্ত শতাধিক মোবাইল চুরির ঘটনায় জিডি হয়েছে, আরও হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) শতবর্ষী আলেমে দ্বীন হাফেজ মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনপ্রিয় ইসলামী স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজাহারীর, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাড. মতিউর রহমান আকন্দ, আয়োজক কমিটির আহব্বায়ক অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, যুগ্ম আহব্বায়ক আসাদুজ্জামান সোহেল।
ড. মিজানুর রহমান আজহারি মঞ্চে এসে উপস্থিত হলে আয়োজক কমিটি আল ইসলাম ট্রাস্ট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সময় বিএনপির নেতাকর্মীরাও ফুলেল শুভেচ্ছা জানান।
মাহফিলকে কেন্দ্র করে দশ লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে বলে অনেকেরই ধারনা। সকাল আটটায় মাহফিল শুরু হয়ে বিকেল চারটায় ড. আজহারী বক্তব্য ও দোয়ার মধ্যদিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :