সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিউলি আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে শিউলির মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
এর আগে শনিবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল।
নিহত শিউলি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দিঘীরপাড় গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার মেয়ে। তার স্বামীর নাম শেখ মনির হোসেন। তিনি সাত মাস আগে বিদেশ থেকে ফিরে গ্রামে একটি সেনিটারির দোকান দিসেন।
চিকিৎসক শাওন বিন রহমান জানান, গতকাল সাভার থেকে শিশু ও নারীসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল। এখনও সাতজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের দগ্ধের পরিমাণ বেশি।
শনিবারের এই দুর্ঘটনায় সুমন ৯৯ শতাংশ, শারমিন ৪২ শতাংশ, সোয়ায়েদ ২৭ শতাংশ, মনির হোসেন ২০ শতাংশ, মাহাদী ১০ শতাংশ, ছামিন ১৪ শতাংশ, সোহেল ১০ শতাংশ, সুরাহা ৯ শতাংশ, সূর্য বানু ৭ শতাংশ ও জহুরা বেগম ৫ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত শিউলি আক্তারের দেবর মো. জনি বলেন, ‘আমাদের পরিবারের সবার অবস্থাই খারাপ। পবিত্র রাতে কেন এই ঘটনা ঘটল, এটা আল্লাহই ভালো জানেন।’
আপনার মতামত লিখুন :