ময়লার ব্যাগ মোড়ানো নবজাতকের পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১০:৩৫ এএম

ময়লার ব্যাগ মোড়ানো নবজাতকের পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

ময়মনসিংহ নগরীতে ময়লার ব্যাগ থেকে শিয়াল-কুকুর টেনে হিঁচড়ে কোমর থেকে দুই পা বিচ্ছিন্ন নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ কোতেয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আকুয়া মোড়ল বাড়ি মসজিদের পাশের মাঠ খেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরের আকুয়া মোড়ল বাড়ি মসজিদের পাশের মাঠে কোমর থেকে দুই পা বিচ্ছিন্ন এক নবজাতকের মরদেহ পড়েছিল। ওই অবস্থায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মরদেহ উদ্ধার করে ময়নাততন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

জানা গেছে, আনুমানিক দুই দিন আগে জন্ম নেওয়া নবজাতকটিকে ময়লার ব্যাগে ভরে কে বা কারা ফেলে গেছে। নবজাতকটি অর্ধগলিত ও কোমর থেকে দুই পা বিচ্চিন্ন ছিল। ধারণা করা হচ্ছে, শিয়াল অথবা কুকুর ব্যাগ থেকে টেনে বের করা সময় নবজাতকটির কোমর থেকে দুই বিচ্ছিন্ন হয়েছে গেছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, নবজাতকের কোমর থেকে দুই পা বিচ্ছিন্ন ছিল, অর্ধগলিত হয়ে গেছে। তাই, এটি ছেলে না মেয়ে, তা বোঝা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরবি/এসআর

Link copied!