শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

আ.লীগের রাজনীতির মৃত্যু হয়েছে: সালাহ উদ্দিন আহমেদ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৬:৩৮ পিএম

আ.লীগের রাজনীতির মৃত্যু হয়েছে: সালাহ উদ্দিন আহমেদ

ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ নিজেরা নিজের দাফন করে গেছেন। আ.লীগের রাজনীতির মৃত্যু হয়েছে এবং দিল্লিতে পালিয়ে গিয়ে দাফন হয়েছে। এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন সুযোগ নেই।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজার শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠ গোল চত্ত্বর ময়দানে জেলা বিএনপি আয়োজিত নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ফ্যাসিষ্ট হাসিনা এখন জাতিসংঘ ও সারাবিশ্ব ঘোষিত বিশ্ব খুনি। তাকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। এখন শুধু তাকে ও তার দলের খুনি নেতাকর্মীদের মানবতাবিরোধী আইনে বিচারের আওতায় আনতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি, (চট্টগ্রাম বিভাগ) সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম,  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির  মৎস্যজীবি বিষয়ক সম্পাদক, লুৎফুর রহমান কাজল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির (চট্টগ্রাম বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, (চট্টগ্রাম বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর হেলাল, আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, নুরুল বশর চৌধুরী প্রমূখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল  কক্সবাজার জেলা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সঞ্চালনায়  অনুষ্ঠিত সমাবেশে সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, আজকে বাংলাদেশের মানুষ বলছে সারাদেশে অসংখ্য হত্যাকাণ্ড, গুম, খুন ও জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনা। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জুলাই আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর অমানুসিক নির্যাতন ও গণহত্যা চালিয়েছে। তাই আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে। আমরা দাবি করেছিলাম সংবিধানের ৪৭ ধারা অনুযায়ী আওয়ামী লীগের সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

তিনি বলেন, আমরা দেখেছি বাংলাদেশে আওয়ামী লীগের পতনের ইতিহাস। ১৯৭১ সালে আওয়ামী লীগ নেতারা যুদ্ধ না করে ভারতে পালিয়েছিল। সর্বশেষ ২০২৪ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মাটি থেকে বিমানে করে ভারতে পালিয়ে গিয়েছিল। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য শেখ হাসিনা ও তার দোসররা অনেক দূরে বসে ষড়যন্ত্রে লিপ্ত। 

রূপালী বাংলাদেশ

Link copied!