ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

কোটালীপাড়া উপজেলা আ.লীগের প্রভাবশালী নেতা ঢাকায় গ্রেপ্তার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৯:২৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মতিয়ার রহমান হাজরাকে (৫৫) ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মতিয়ার রহমান হাজরা কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

গত রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার সময় রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ভাটারা থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।

ভাটারা থানার ওসি তদন্ত মো. সুজন হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার একটি টিম তাকে আটক করে।

বৈষম্য বিরোধী আন্দোলনে ভাটারা থানায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাকে জেল হাজতে পাঠানো হয়। মামলা নম্বর ৩৩।

একই সাথে মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করছে।

জানা যায়, মতিয়ার রহমান হাজরা নৌকা প্রতীক নিয়ে ২০২৩ সালের ২৮ জুলাই কোটালীপাড়া পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত নির্বাচিত হন। এর আগে কোটালীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

নির্বাচনে মতিয়ার রহমান হাজরা রাজনীতিতে পর্য়ায়ক্রমে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ সংসদ ছাত্রলীগের ব্যনারে জিএস, কলেজ ছাত্রলীগের সভাপতি, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে মতিয়ার রহমান হাজরা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।