চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৮:৩৪ এএম

চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চালককে গলা কেটে আহত করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার রূপগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চালকের নাম কামরুজ্জামান (৩৮)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বাদমেছিল সরমজানি গ্রামের সিরাজউদ্দীনের ছেলে।

জানা গেছে, সোমবার বিকেলে দুই ব্যক্তি উপজেলা শহরের চৌরাস্তা থেকে অটোরিকশাটি ভাড়া নিয়ে হরিণমারি এলাকায় আমগাছ দেখতে যান। সেখান থেকে ফেরত আসার পথে বড়বাড়ী রূপগঞ্জ এলাকায় পৌঁছালে তারা চালককে কৌশলে নির্জন রাস্তায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে জখম করে। এরপরে অটোরিকশা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা কামরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এইদিকে, পথিমধ্যে ছিনতাইকারী পালানোর সময় উপজেলা শহরের কলেজ রোডে একটি মোটরসাইকেলের সাথে এক্সিডেন্ট করলে অটোরিকশা পালিয়ে যায়। পরে স্থানীয়রা অটোরিকশা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দোষীদের শনাক্ত করতে কাজ চলছে।

আরবি/এসআর

Link copied!