গণঅভ্যুত্থানে গুলি করে হত্যাচেষ্টা

লক্ষ্মীপুরে সাবেক এমপিসহ ২৭৭ জনকে আসামি করে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১০:১৭ এএম

লক্ষ্মীপুরে সাবেক এমপিসহ ২৭৭ জনকে আসামি করে মামলা

ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলা চালিয়ে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ২৭৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক পিংকু ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুসহ ৭৭ জনের নাম উল্লেখ করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ রূপালী বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৪ আগস্ট অভিযুক্তরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলা ও গুলি চালায়। ওইদিন গুলিবিদ্ধ আব্দুল মতিন বাদী হয়ে রোববার (১৬ ফেব্রুয়ারি) মামলা দায়ের করেছেন। এতে ৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

মতিন লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলি এলাকার আব্দুল হাকিমের ছেলে ও পেশায় ব্যবসায়ী।

অন্য আসামিরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু, সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, মেয়র তাহের পুত্র এএইচএম বিপ্লব, আনোয়ার সাদাত শিবলু, রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক দেওয়ান ফয়সাল, জেলা বিএমএ সভাপতি আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহসহ ৭৭ জন।

এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট উত্তর তেমুহনী যাত্রী ছাউনির সামনে রাস্তায় অভিযুক্তরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলা ও গুলি চালায়। এ সময় অভিযুক্তদের ড়া ৩ টি গুলি বাদী মতিনের বাম পায়ে লাগে। এ ছাড়া অভিযুক্তদের হামলায় অসংখ্য ছাত্র-জনতা আহত হয়। মামলার সাক্ষীদেরকে নির্দয়ভাবে গুলি করেছে। এ ছাড়া ৭০-৮০ জন ছাত্র-জনতা তাদের হামলা-গুলিতে মারাত্মক জখম হয়েছে। 

আরবি/এসআর

Link copied!