ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

ময়মনসিংহে ৭ ইটভাটাকে ৪২ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১১:৪৬ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে সাত ইটভাটাকে ৪২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় তিনটি ইটভাটাকে আংশিক গুঁড়িয়ে দেয়া হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা করেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম।

এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের পরিদর্শক মাহবুবুল ইসলাম, রুকন মিয়াসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এ রকম অভিযান অব্যাহত থাকবে।