বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে শহরের শহীদী মসজিদে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি। ৫ আগস্টের পর অনেক মামলায় অনেকেই জেল থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এটিএম আজহারুল ইসলাম কেনো এখনও মুক্তি পায়নি। আমরা বিশ্বাস করতে চাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে এই সরকারের আমলে কোন বৈষম্য থাকবে না।
এসময় জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যক্ষ তৈয়বুজ্জামান, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।