অন্ধকার দূর করে আলোর মুখ দেখবে তিস্তা চরাঞ্চলবাসী। এই প্রত্যাশায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তার চরে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিস্তারপাড়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তিস্তার একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
তিস্তা নদীরক্ষা আন্দোলন সংগঠনের উদ্যোগে গোটা তিস্তার চরে প্রতিবাদ স্বরূপ হাজার হাজার তিস্তার তীরবাসী মশাল নিয়ে র্যালিতে অংশ নেন।
[34859]
মশাল প্রজ্জ্বলনে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন, তিস্তাকে বাঁচাতে হবে, উত্তরাঞ্চলের মানুষকে বাঁচাতে হবে। পানির ন্যায্য হিস্যা আদায় করতে এবং মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা আন্দোলন চালিয়ে যাব।
মিছিলে নেতৃত্ব দেওয়া তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, পানির ন্যায্য হিস্যার জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আর মহাপরিকল্পনা বাস্তবায়নে যে সরকারই ক্ষমতায় থাকুক সেই সরকারকেই আমরা এর বাস্তবায়ন করার দাবি জানাই।
[34854]
এ সময় উপস্থিত সবাই স্লোগান দেন- তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও। অবিলম্বে তিস্তায় পানি চাই। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই। এ মশাল প্রজ্বলন অনুষ্ঠানে নারী-পুরুষসহ হাজার হাজার মানুষ অংশ নেন।