ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

গোপালগঞ্জে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১১:১১ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফাল্গুনী পরিবহনের যাত্রীবাহী বাস ও কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[34864]

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ যাত্রী ও কাভার্ডভ্যানচালক এবং হেলপার আহত হন।আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত চালককে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক।

[34854]

এ ঘটনায় সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যান সরিয়ে স্বাভাবিক করার চেষ্টা করছেন বলে জানান তিনি।