আমদানি ও রপ্তানি পণ্য পরিবহণ সহজ করতে অনলাইন গেট পাস ব্যবস্থা চালু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। এর ফলে বন্দরে পণ্য প্রবেশ ও বের হওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হবে এবং কনটেইনার পরিচালনা কার্যক্রম সহজ হবে। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেমে (টিওস) যুক্ত হওয়া এই অনলাইন গেট পাস প্রযুক্তিগত সহায়তা নিয়ে তৈরি করেছে ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান এই ডিজিটাল ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, নতুন এই ব্যবস্থায় পণ্য পরিবহনের গতিবিধি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা যানবাহনের সঠিক পরিসংখ্যান ও নিরাপত্তা নিশ্চিত করবে। একই সাথে বন্দরের কার্যক্রম আরও দ্রুত ও দক্ষ হবে। কনটেইনার হ্যান্ডলিং, লোডিং ও আনলোডিং প্রক্রিয়া সহজ হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) জানায়, এই অনলাইন ব্যবস্থার জন্য প্রায় এক লাখ ট্রাকচালক ও সহকারীকে বন্দরের ডাটাবেজে নিবন্ধন করা হয়েছে। সেখানে তাদের ছবি সংযুক্ত করা হয়েছে। আগে গেট পাস সংগ্রহের জন্য ব্যবহারকারীদের লাইনে দাঁড়াতে হতো, যার ফলে বিমানবন্দর সড়কে যানজট সৃষ্টি হতো। এছাড়া চালকেরা পাশেই গাড়ি রেখে পাস সংগ্রহ করতেন, যা যানজট আরও বাড়াতো। তবে এই ডিজিটাল ব্যবস্থার ফলে এসব সমস্যার সমাধান হবে।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে প্রতিদিন প্রায় ৮ হাজার যানবাহন পণ্য পরিবহণ করে। নতুন ব্যবস্থায় বন্দরে প্রবেশের ৫৭.৫০ টাকা ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আগেই পরিশোধ করা যাবে। ফলে গেটে আর নগদ লেনদেনের প্রয়োজন হবে না। এতে যানবাহনের প্রবেশের সময় ১৫-২০ মিনিট থেকে কমে মাত্র ১-২ মিনিটে নেমে আসবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) এই ডিজিটাল গেট পাস ব্যবস্থাটি পরিচালনা করবে, যা কার্যক্রমকে আরও সহজ করবে। ফি অপরিবর্তিত থাকলেও, এখন ডিজিটাল পেমেন্ট দেখিয়ে সরাসরি বন্দর ইয়ার্ডে প্রবেশ করা যাবে।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের ডিজিটালাইজেশনের যাত্রা শুরু হয় ২০১২ সালে কম্পিউটারাইজড কনটেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম (সিটিএমএস) চালুর মাধ্যমে। পরবর্তীতে এটি উন্নত হয়ে টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) এ পরিণত হয়, যা বর্তমানে বন্দরের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আপনার মতামত লিখুন :