পত্রপত্রিকায় দুর্নীতির খবর পেয়ে সাতক্ষীরা বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা বিআরটিএ অফিসে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলনা দুদকের সহকারী পরিচালক মাহাবুর রহমান (শুভ্র) সহ থানা পুলিশের একটি টিম।
এসময় তিনি বলেন, বিআরটিএ অফিসে দালালের উপদ্রপ বেড়েছে এমন খবর পেয়ে তিনি অনুসন্ধান করতে থাকেন। এ সময় ঘটনার সত্যতা পেয়ে অফিস সহকারী সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তার বিকাশ একাউন্ট চেক করে ড্রাইভিং অতিরিক্ত অর্থ লেনদেনের সস্পর্কিত তথ্য পাওয়া যায় । এরপরে তাকে বিআরটিএ পরিচালকের হাতে হস্তান্তর করা হয়। তদন্তের বিষয়টি নিয়ে একটি রিপোর্ট তারা হেড অফিসে পাঠানোর পর পরবর্তী ব্যবস্থা কর্তৃপক্ষ নিবে বলে জানান তিনি।
সাতক্ষীরা বিআরটিএ সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, আবুল হোসেন বাবু নামে এক আইনজীবীর সহকারীকে আটক করা হয়েছে। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। তবে অফিস সহকারী সাইফুল ইসলামের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হন নি তিনি।
আপনার মতামত লিখুন :