দুই লক্ষ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

মিজানুর রহমান মিজান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৫:৪০ পিএম

দুই লক্ষ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্টগার্ড ও র‍্যাব এর যৌথ অভিযানে ২ লক্ষ পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত সকলেই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের সদস্য।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- রোহিঙ্গা ক‍্যাম্পের ইয়াসিন (৫৬), মোস্তফা (৩৩), ইলিয়াস (২১), দীন মোহাম্মদ (৩৪), মোঃ সাবের (৩০), জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫)।

লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বুধবার) মধ্যরাত ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‍্যাব, সিপিসি-১ কর্তৃক শাহপরী দ্বীপের দক্ষিণ পূর্বে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে আভিযানিক দল কর্তৃক থামার সংকেত দিলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে নাফ নদীর মোহনা হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশী চালিয়ে একটি বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় ২ লক্ষ পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারী আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

আরবি/এসবি

Link copied!