খাগড়াছড়ির গুইমারায় বজ্রপাতে বিবত্রন চাকমা (৬৮) নামে এক পাহাড়ি বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুইমারার বাইল্যাছড়ি ১নং রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিবত্রন চাকমা গুইমারা সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বাইল্যাছড়ি ১নং রাবার বাগান এলাকার বাসিন্দা মৃত হেমেন্দ্র চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার কিছুটা আগে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি নামলে বিবত্রন চাকমা ঘরের বাহির থেকে দৌড়ে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশের পরপরই বজ্রপাতে নিজ ঘরের দরজায় বসে থাকা বিবত্রন চাকমার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক চৌধুরী জানিয়েছেন, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :