ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

১০০ কেজি জব্দ জাটকা গেলো এতিমখানায়

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৮:৫৬ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

‘জাটকা নয়, ইলিশ খাবো’ এই প্রতিপাদ্যে মুন্সিগঞ্জের সদর উপজেলার চিতলিয়া বাজার থেকে ১০০ কেজি জাটকা জব্দ করেছে চর-আব্দুল্লাহপুর নৌ-পুলিশ।

বুধবার ৯১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ৩টার পর্যন্ত সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে থেকে এ জাটকা জব্দ করা হয়।

জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমানের নেতৃত্বে বুধবার সকাল থেকে সদর উপজেলার বাংলাবাজার ও চিতলিয়া বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। এ সময় চিতলিয়া বাজারে জাটকা বিক্রি করছিলেন কয়েকজন ব্যবসায়ীরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে জাটকা রেখে পালিয়ে যায় তারা। জব্দ ১০০ কেজি জাটকা এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ করেন।

[34940]

এ বিষয়ে চর-আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, জাটকা রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে চিতলিয়া বাজারে অভিযান পরিচালনা করে ১০০ কেজি জাটকা জব্দ করি।

পরে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার আবুল হাশেমের নির্দেশে এতিমখানায় ও স্থানীয় দুস্থদের মাঝে মাছ বিতরণ করা হয়।