চাকরি ছেড়ে স্ট্রবেরি চাষে ভাগ্য বদলের স্বপ্ন সাব্বিরের

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১১:৪৯ এএম

চাকরি ছেড়ে স্ট্রবেরি চাষে ভাগ্য বদলের স্বপ্ন সাব্বিরের

ছবি- রূপালী বাংলাদেশ

উপকূলীয় জেলা বাগেরহাটে স্ট্রবেরি চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কাজী সাব্বির আহমেদ নামের এক কৃষি উদ্দ্যোক্তা। এক বিঘা জমিতে প্রায় সাড়ে ৬ হাজার চারা গাছে তিন মাসের মাথায় ফল আসতে শুরু করেছে।

জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রামের কাজী সাব্বির আহমেদ ১০ বছরের বেসরকারি চাকরি ছেড়ে স্ট্রবেরি চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন। প্রথমবারের মতো এক বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেছেন তিনি।  স্ট্রবেরি একটি দামি ফল হওয়ায় ও বাজারে চাহিদা থাকায় অনেক লাভবানের আশা করছেন তিনি।

স্থানীয় কৃষক মো. জাকির হোসেন বলেন, আমাদের এই এলাকায় প্রথম স্ট্রবেরি চাষ হচ্ছে। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে কাজী সাব্বির আহমেদের স্ট্রবেরি ক্ষেত দেখতে আসেন অন্য কৃষকেরা ও স্থানীয়রা। তার এ উদ্যোগকে সাধুবাদ ও জানাই। আগামীতে আমার স্ট্রবেরি চাষ করার ইচ্ছা রয়েছে।

কৃষি উদ্যোক্তা কাজী সাব্বির আহমেদ বলেন, চাকরির পিছনে না ছুটে বেকারত্ব দূর করতে স্ট্রবেরি চাষে মননিবেশ করি। প্রথম স্ট্রবেরি চাষে আশা করছি ৬ থেকে ৭ লাখ টাকা বিক্রি করতে পারবো। আমার এই চাষ দেখে আশপাশের কৃষকেরা আগামীতে স্ট্রবেরি চাষ করবেন বলে পরামর্শ নিচ্ছেন।

চিতলমারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিমাই মোহন্ত বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চিতলমারী উপজেলা থেকে স্ট্রবেরি ক্ষেত নিয়মিত তদারকি এবং বিনামূল্যে সার কীটনাশক দিয়ে সহায়তা করছি।

উপজেলা কৃষি অফিসার মো. সিফাত আল মারুফ বলেন, চিতলমারী উপজেলায় এমন একটি উদ্যোগ নিয়ে প্রথমবারের মতো স্ট্রবেরি চাষকে সাধুবাদ জানাই। তার স্ট্রবেরি এই উপজেলাসহ আশপাশের উপজেলাতেও পুষ্টি চাহিদা মিটাবে আশা করছি। বেকার যুবকেরা কাজী সাব্বির আহমেদের মতো উদ্যোগ নিয়ে এই ফল চাষ করে বেকারত্ব দূর করে সফল উদ্দ্যোক্তা হয়ে ওঠাও সম্ভব বলে মনেকরি।
 

আরবি/এসআর

Link copied!