নতুন বাংলাদেশে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সম্ভাবনাময় পৃথিবী গড়তে চায় চট্টগ্রামের সর্বাধুনিক চেইন সুপার স্টোর খুলশী মার্ট। একই সাথে নিরাপদ খাদ্য নিশ্চিত করে তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে অবদান রাখতে কাজ করছে চট্টগ্রামে প্রথম যাত্রা শুরু হওয়া এই সুপার স্টোর।
টেকসই উন্নয়ন এবং পরিবেশ বান্ধব গ্রিন ওয়ার্ড নির্মানে চট্টগ্রামে সর্ব প্রথম পলিথিন বর্জন করে ইতোমধ্যে দেশজুড়ে প্রশংসিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাফল্যময় অগ্রযাত্রায় ১৯তম বর্ষপূর্তি ও তিনদিন ব্যাপী বিক্রয় উৎসবে এমন মন্তব্য করেন খুলশী মার্টের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আলী।
মার্ট প্রমোটর্সের জেনারেল ম্যানেজার মো. শাখের হোসাইনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক গুলশান আলী।
[35053]
নিরাপদ খাদ্য নিশ্চিত করাসহ পণ্যের গুণগত মান বজায় রেখে সাফল্যের সাথে ১৯ বছর পেরিয়েছে খুলশী মার্ট। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী বিক্রয় উৎসব।
এই উৎসবের আওতায় চট্টগ্রামের মধ্যে সবচেয়ে কম মূল্যে নির্দিষ্ট পণ্য কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
এছাড়া প্রতিদিন ১০ জন সৌভাগ্যবান ক্রেতা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে খুলশী মার্ট থেকে শপিং করার সুযোগ।
রয়েছে বাই ওয়ান গেট ওয়ান সুবিধাসহ প্রায় ১ হাজার পণ্যের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট। ৩ দিনব্যাপী এই বিক্রয় উৎসব ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২২ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত।
অনুষ্ঠানে খুলশী মার্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, ১৯ বছর আগে কিছু স্বপ্ন নিয়ে তারুণ্যের উম্মাদনায় চট্টগ্রামের প্রথম প্রিমিয়াম সুপার শপ হিসেবে যাত্রা শুরু করেছিলো খুলশী মার্ট। যার নেতৃত্বে ছিলো আমার ছেলে তরুণ ব্যবসায়ী সরফরাজ আলী।
খুলশী মার্টের এই যাত্রা এখন চট্টগ্রাম শহর জুড়ে বিস্তৃত। সাফল্যময় অগ্রযাত্রায় খুলশী মার্ট গ্রাহকদের কাছে পরিবেশবান্ধব ‘গ্রীন’ সুপার শপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
[35038]
খুলশি মার্টকে পরিবেশবান্ধব প্রতিষ্ঠান উল্লেখ করে মার্ট প্রমোটর্সের জেনারেল ম্যানেজার মো. শাখের হোসাইন বলেন, তারুণ্যের সম্ভবনাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। খুলশী মার্টে যারা চাকরি করেন তারা সবাই তরুণ। আমাদের সাথে যেসব স্টেকহোল্ডার জড়িত তারাও তরুণ উদ্যোক্তা।
পুরো খুলশী মার্টকে তারুণ্যের প্রতিচ্ছবি উল্লেখ করে শাখের হোসাইন আরও বলেন, তারুণ্যের উম্মাদনায় নিরাপদখাদ্য নিশ্চিত করে আমরা একটি সম্ভাবনাময় পৃথিবী গড়ে তুলতে চাই। খুলশী মার্টের ১৯তম বর্ষপূর্তিতে আরও উপস্থিত ছিলেন খুলশী মার্টের ব্যবস্থাপক জামাল উদ্দিন, এইচআর ম্যানেজার বিবি ফাতেমা প্রমূখ।