ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

৩ মাসের সন্তানকে চুলায় নিক্ষেপ ও মাকে পিটিয়ে হত্যা : নারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৮:৫২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নিজের তিন মাস বয়সী মেয়েকে চুলার আগুনে পুড়িয়ে হত্যা ও নিজের মাকে পিটিয়ে হত্যার দায়ে শান্তা খাতুন  (৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ । আটক হওয়া জেলা সদরের  শান্তা নুনখোলা গ্রামের মৃত খোদাবাক্স মেম্বরের মেয়ে। নিহতরা হলেন, শান্তার মেয়ে আশরাফী (৩ মাস) এবং মা হোসনেয়ারা বেগম (৬৫)। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনেখোলা গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতের প্রতিবেশী কালাম গাজী জানান,  বৃহস্পতিবার বেলা  আড়াইটার দিকে শান্ততার মেয়েকে চুলার আগুনে পুড়িয়ে হত্যা করে। এসময়  শান্তার মা বিষয়টি দেখে ফেলার কারণে শান্তা তার মাকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে  ঘটনাস্থলেই মারা যায় মা হোসনেআরা বেগম ।এরপর এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সেপার্দ করে।

স্থানীয়রা জানান, শান্তা স্বাভাবিক মস্তিস্কের নারী ছিলেন না ।সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকার জনৈক আজহারুল ইসলামের সাথে তার বিয়ে হয়। বুধবার স্বামীর সাথে মেয়ে আশরাফী নিয়ে নুনগোলা গ্রামের পিতার বাড়িতে বেড়াতে আসেছিলেন শান্তা। বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে চলে যান আজহারুল ইসলাম। এরপর দুপুর আড়াইটার দিকে ওই ঘটনা ঘটে। তবে কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)  শামিনুল হক জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ দুটি  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে । অভিযুক্ত শান্তাকে আটক করা হয়েছে।