‘রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না’

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১০:০৫ এএম

‘রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না’

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে জেলা প্রশাসনকে আশ্বাস দিলেন চট্টগ্রামের ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রমজান উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তারা।

এ সময় তারা জেলা প্রশাসককে আশ্বস্ত করে বলেন, রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সকল দপ্তর থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সভার শুরুতে চট্টগ্রাম নগরের বাজার পরিস্থিতি তুলে ধরেন ব্যবসায়ীরা। পাশাপাশি বিভিন্ন পণ্যের আমদানি, বর্তমান বাজার দর ও বাজার তদারকি কার্যক্রম পরিস্থিতি তুলে ধরেন কর্মকর্তারা।

জ্যেষ্ঠ জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জী বলেন, বাজারে এখন সবকিছুর দাম স্বাভাবিক রয়েছে। সবজির উৎপাদন ভালো। রোজার পণ্যের আমদানিও হয়েছে। নিয়মিত বাজার মনিটরিং চলছে।

মেট্রোপলিটন (পাঁচলাইশ) কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, রবি মৌসুমে প্রচুর সবজি উৎপাদন হয়েছে। সুতরাং রমজানের সবজির স্বল্পতা হবে না। বিশেষ করে কাঁচা মরিচ, বেগুন, শসা, টমেটো—এসব সবজি উৎপাদন বেশ ভালো।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (চট্টগ্রাম) মো. আনিছুর রহমান বলেন, বাজারে ছোলার প্রচুর সরবরাহ হয়েছে।

সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা বলেন, রমজানে বাজার স্বাভাবিক রাখতে সকল ধরনের সহযোগিতা তারা করবেন।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নিম্ন ও মধ্যম আয়ের মানুষ যাতে রোজায় স্বস্তিতে বাজার করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। সয়াবিন তেলের বিষয়ে প্রয়োজনে মিল মালিকদের সঙ্গে বসা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বাজার তদারকি থাকবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম, পুলিশ কমিশনার, সিএমপি এর প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো. ফখরুল আলম, রিয়াজউদ্দিন বাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী, চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম সহ অন্যান্য দপ্তরসমূহের প্রতিনিধিরা।

আরবি/এসআর

Link copied!