ভাষা শহীদদের প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১১:৩৫ এএম

ভাষা শহীদদের প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার, চট্টগ্রাম-এ পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব ড. মো. জিয়াউদ্দিন এবং চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) জনাব এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাদি উর রহিম জাদিদসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

শহীদ মিনারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, চট্টগ্রাম প্রেস ক্লাবসহ সহ সরকারি/বেসরকারি বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরবি/এসআর

Link copied!