বরগুনায় ভাষা শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১২:৫৬ পিএম

বরগুনায় ভাষা শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

ছবি- রূপালী বাংলাদেশ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে রাত ১২টা ১মিনিটে বরগুনার সর্বস্তরের নাগরিক শ্রদ্ধা নিবেদন করেছে। টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়।

রাষ্ট্রের পক্ষে ও প্রথম ভাষা শহীদদের স্মরণে সম্মান প্রদর্শন বের শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এরপরই শ্রদ্ধা জানাতে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল। পরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধাগণ। পৌরসভার পক্ষে শ্রদ্ধা জানান পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।

এরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে শ্রদ্ধা জানান বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা ও নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লার নেতৃত্বে বিএনপি নেতারা।

বরগুনা প্রেসক্লাব, বিভিন্ন সরকারি, বেসরকারি অফিস প্রধানগন তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।

এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অংশ গ্রহণকারী ছাত্ররা, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একে একে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক শেষে ৫২ এর ভাষা আন্দোলন শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় শহীদ মিনার প্রাঙ্গনে।

এ সময় ২৪ শের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া কামনা না করা হলে এর প্রতিবাদ জানান জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালেহ ফারুক। পরে মাইকে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করে দোয়া চাওয়া হয়।

আরবি/এসআর

Link copied!