ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

টঙ্গীতে শিক্ষার্থীর উপর হামলা: বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

টঙ্গী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৬:১১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে তা‍‍`মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীর উপর ছাত্রদল কর্মীর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শিক্ষার্থী ফজলে রাব্বি সিফাত (১৯)। সংবাদ সম্মেলনে ছাত্রদল কর্মীদের দ্বারা সংঘটিত এ হামলার ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তা‍‍`মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রাব্বি।

ভুক্তভোগী রাব্বি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মাদরাসার প্রধান ফটকের বিপরীতে গাজীপুরা বাঁশপট্টি এলাকায় সিফাতকে ছাত্রদল কর্মী মামুন ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল টঙ্গী পূর্ব থানার ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী মাহফুজ, নাহিয়ান, নাবিউল, সামি শিকদারসহ ৮-১০ জন ছাত্রদল কর্মী।

[35141]

সিফাত অভিযোগ করেন, তাকে একটি বাঁশের ঘরে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। কুয়েটে ছাত্রদলের হামলার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণ দেখিয়ে তাকে বাঁশ দিয়ে মারধর করা হয়। পরে জোরপূর্বক তার কাছ থেকে শিবির সংশ্লিষ্টতা অস্বীকার করে ভিডিও বিবৃতি নেওয়া হয়। এরপর অপবাদ ছড়ানোর উদ্দেশ্যে সিগারেট হাতে ধরিয়ে দিয়ে মুক্তিপণ দাবি করা হয় অভিযুক্ত ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে ছাত্রদলের কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে বলে ভুক্তভোগী দাবি করেন।

তিনি আরি অভিযোগ করেন, এসব ঘটনার পর স্থানীয়রা ও আমাদের মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা আমাকে উদ্ধার করে। পরে চিকিৎসা শেষ রাতে থানায় অভিযোগ দায়ের করতে গেলে সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু জাফরসহ গাজীপুর মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাকে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যেতে চায়। এ সময় পুলিশের গাড়িতে থাকা অবস্থায় তাকে জোরপূর্বক ভিডিও ধারণ করে নারী সংক্রান্ত মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়।

তিনি বলেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম এবং কুয়েটের ঘটনায় টঙ্গীতে আয়োজিত প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলাম। এরই জের ধরে ছাত্রদল কর্মীরা পরিকল্পিতভাবে আমাকে হত্যার চেষ্টা করেছে।

[35166]

তিনি প্রশাসন ও সরকারের কাছে ন্যায়বিচার দাবি করেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডির সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।