অবৈধ পথে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৭:০৪ পিএম

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী আটক

ছবি: রূপালী বাংলাদেশ

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় যশোরের শার্শা সীমান্ত থেকে এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার সকালের দিকে শার্শার শিকারপুর সীমান্ত থেকে এ দম্পতিকে আটক করা হয়।

আটক দম্পতিরা হলো, খুলনা সদরের শ্যামল মন্ডলের ছেলে হৃদয় মন্ডল (২২) ও হৃদয় মন্ডলের স্ত্রী ঐশি মন্ডল (১৮)।

যশোর-৪৯ বিজিবি ব‍্যাটালিয়নের শিকারপুর বিওপিতে কর্মরত হাবিলদার মাসুদ রানা জানান, বিজিবির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরকারি বাওড়ের পাড় হতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।#

 

আরবি/জেডআর

Link copied!