নাটোরের লালপুর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর অভিযানে ফেন্সিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের দীঘাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাজিব খান (৩২) নামে এক যুবককে আটক করে র্যাব।
আটক রাজিব খান লালপুর উপজেলার সাদিপুর গ্রামের আলম খানের ছেলে।
র্যাবের সূত্রে জানা যায়, রাজিব খানের কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :