মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্র অংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।
উপজেলা সহকারী কমিশনার ভূমি অপ্রতিম কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিব।
[35200]
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম তরফদার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, একাডেমিক সুপার ভাইজার নিত্যনন্দ মন্ডল, অধ্যক্ষ ভারপ্রাপ্ত অজিত সরকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা লাবিবুল ইসলাম, শিক্ষক মো. আসাদুজ্জামান সরদার, ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিয়ন, তরিকুল ইসলামসহ শিক্ষক, ছাত্র ছাত্রী ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া রাত ১২টা ১মিনিটে উপজেলা শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রূপসা থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।