যশোরের বেনাপোলে বিশেষ কায়দায় রাখা ট্রাকের টায়ারের মধ্য থেকে ২৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বেনাপোলের গাজিপুর গ্রাম থেকে এ ফেনসিডিলের চালানটি জব্দ করা হয়। তবে মাদক কারবারীকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে মামুন হোসেন (২৪) এর বাড়িতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ট্রাকের টায়ারের মধ্যে লুকিয়ে রাখা ২৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী মামুন পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পলাতক আসামি মামুন হোসেনসহ অজ্ঞাতনামা ২ জন আসামির বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :