ঝিনাইদহের শৈলকূপায় গোলাগুলিতে শীর্ষ চরমপন্থী নেতা হানিফসহ ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শসানঘান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের আহদনগর (ঠকপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাবেক ক্যাডার ও একাধিক হত্যা মামলার আসামি।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে রামচন্দ্রপুর মাঠে অনেকগুলো গুলির শব্দ শোনা যায়। এতে এলাকায় ভীতির সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে তিনজনের লাশ পড়ে থাকতে দেখে।
[32966]
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করি। নিহতদের মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়েছে। দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকি একজনের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে দুটি পালসার মোটরসাইকেল, একটি ম্যাগাজিন ও গুলি পাওয়া গেছে ।