জাফলংয়ে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় আহত ৯

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৯:৪৪ এএম

জাফলংয়ে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় আহত ৯

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জাফলং কানাইজুড়ি শিমুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর জাফলং কানাইজুড়ি শিমুল গাছ সংলগ্ন স্থানে সিলেটগামী একটি বাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে বাসে থাকা নয় যাত্রী আহত হন।

আহতদের নিকটস্থ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, ঘটনাস্থলে সাথে সাথেই পুলিশ পাঠানো হয়। ৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরবি/এসআর

Link copied!