সোনারগাঁয়ে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১১:৩৩ এএম

সোনারগাঁয়ে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে নিখোঁজের পর মাদ্রাসাছাত্র ইব্রাহিম মিয়া (৯) মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। পরে শুক্রবার রাত ১১ টায় নিহতের বাড়ির পাশের লিচু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। নিহত ইব্রাহিম মিয়া শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে শুক্রবার রাতে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

নিহতের পিতা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোজাখুজি করেন। পরে ঐ দিন রাত ১১ টায়  বাড়ির পাশের লিচু বাগানে পড়নের পায়জামা দিয়ে গলায় বাঁধা অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের খবর দেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। তার ছেলে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তিনি।

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ জেলা (খ-সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, এ হত্যাকান্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি দল অভিযান অব্যাহত রেখেছি।

আরবি/জেডআর

Link copied!