সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত থেকে উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়।
এর আগে সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে উপজেলার ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার করে পুলিশ। এরপর মিজানুরকে যুবদলের কর্মী দাবিতে তার মুক্তির জন্য বিক্ষোভ করে জেলা যুবদল নেতা শহিদ মিয়ার অনুসারীরা।
একপর্যায়ে মিজানুরের মুক্তির বিরোধীতা করায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর অফিসে ভাঙচুর চালায় তারা। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
যুবদলের দুই পক্ষের লোকজনের পাল্টাপাল্টি অবস্থানের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
আপনার মতামত লিখুন :