অগ্রণী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ সার্কেলের ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা ও ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) শনিবার ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (ক্রেডিট) মোঃ শামছুল আলম।
ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্কেলাধীন বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি মো. আনোয়ারুল ইসলাম ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায়সহ ২০২৫ সালের আর্থিক সূচকসমূহের প্রবৃদ্ধি, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স সংগ্রহের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি উত্তম গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুনাম অর্জনের লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।