সুনামগঞ্জে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৫০

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০২:২৮ পিএম

সুনামগঞ্জে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৫০

ছবি: সংগৃহীত

পূর্বঘোষণা দিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঠাকুরভোগ গ্রামের ছয়হালের মাঠে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুফি মিয়ার। গতকাল এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ঘিরে দু’পক্ষের কথাকাটাকাটি হয়।

আধিপত্য বিস্তারের জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরবি/এসবি

Link copied!