গোপালগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ড্রাইভার ও সুপার ভাইজার নিহত হয়েছে। এ ঘটনায় ১৫ যাত্রী আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও জেলা সদরের গোবরা এলাকার মনসুর আলী শেখের ছেলে মন্টু শেখ ও একই বাসের সুপারভাইজার আরিফ হোসেন।
[35290]
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. সাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলা সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে পৌঁছালে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগ পরিবহনকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহনের পিছনে ধাক্কা দেয়।
এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুছে যায়। এ সময় বাসের ড্রাইভার ও সুপারভাইজার সহ ১২জন আহত হন। আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার সুব্রত সাহা বাসের ড্রাইভার মন্টু শেখও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষনা করেন।
[35289]
আইনি প্রক্রিয়া শেষে ড্রাইভার ও সুপার বাজারের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।