ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

কলমাকান্দায় আগুনে পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০২:৫৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় অগ্নিকাণ্ডে দোকান ও বসতবাড়ির ৮টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ আশরাফুল ইসলাম। এর আগে শুক্রবার দিবাগত রাত তিন টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাড়ির মালিক জালাল উদ্দীন বলেন, রাত আনুমানিক তিনটা বাজে। চারদিকে প্রচুর আগুনের তাপ হচ্ছিল। চোখ মেলে দেখি আগুন জ্বলছে। মুহূর্তেই সব পুড়ে যায়। কোন মতো পরিবারের সবাই বেঁচে গেছি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই দোকান ও বাড়ির মালিক জালাল উদ্দীন। আগুন লাগার পর স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, আগুন লাগার পর তারা নেভানোর চেষ্টা করে। আমাদেরকে দেরিতে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।