দিনাজপুরের পুলিশ সুপার

কোন নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হবে না

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৪:৪১ পিএম

কোন নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হবে না

ছবি: রূপালী বাংলাদেশ

দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেছেন, মাদক বিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশের পাশাপাশি জনসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার হবে। বিগত দিনের পুলিশ ছিল হাসিনার পুলিশ।

আমি যতদিন দিনাজপুরে থাকবো, এই পুলিশ হবে জনগণের পুলিশ। মাদক, চুরি, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ জোরালো কাজ করবে। কোন নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হবে না। ফুলবাড়ীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী কয়েক দিনের মধ্যে ট্রাফিক পুলিশিং কার্যক্রম শুরু করা হবে।

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার সর্বস্তরের শ্রেণি ও পেশার মানুষের মতামত ও সমস্যা নিয়ে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

দুপুর ১২টায় ফুলবাড়ী থানা চত্বরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুর এর সভাপতিত্বে এবং পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুল্লাহ আলম মামুনের সঞ্চালনায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ ফুলবাড়ীর সার্বিক বিষয় তুলে ধরে মতামত রাখেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিসহ নানা শ্রেণি ও পেশার মানুষ। 

আরবি/জেডআর

Link copied!