লালপুরে ওয়াজ মাহফিল চত্বরে মাদক সেবনে নিষেধ করায় দুই যুবককে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চকনাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-একই গ্রামের আয়াত আলীর ছেলে আহাদ (২০) ও রফিকুল ইসলামের ছেলে সজিব (১৯)।
আহতদের স্বজনরা জানান, উপজেলার চকনাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করে। গতকাল প্রথম দিনের ওয়াজ মাহফিলে রাত ৯টার দিকে বিদ্যালয়ের ছাদে উপজেলার ওয়ালিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে দ্বীপসহ কয়েকজন যুবক মাদক সেবন করছিল। বিষয়টি স্থানীয় কয়েকজন যুবকের নজরে আসলে তারা তাদের সেখানে মাদক সেবন করতে নিষেধ করে। একপর্যায়ে উভয়পক্ষই বাকবিতন্ডায় জড়ায়।
[35242]
এই ঘটনার জেরে দ্বীপের নেতৃত্ব ওয়াজ মাহফিলে মাঠে ১৫/২০ জন দেশীয় অস্ত্র নিয়ে আহাদ ও সজিবের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তবে অভিযুক্ত দ্বীপ এসব বিষয় অস্বীকার করেন।
এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, ওয়াজ মাহফিলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মারধরের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।