ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

আশুলিয়ায় ওয়াশিং জব ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৬:০৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সাভারে মহান আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে ওয়াশিং জব ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর গেট টুগেদার এক বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার  তৈয়্যবপুর বর্ণচ্ছটা পিকনিক স্পটে সংগঠনটির উদ্যোগে এই গেট টুগেদার অনুষ্ঠিত হয়। 

এ সময় ওয়াশিং সেক্টরে বিভিন্ন সেবামূলক কাজের অবদান রাখায় ক্রেস্ট এবং পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা এবং অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ওয়াশিং জব ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও এজে ওয়েট এন্ড ড্রাই প্রসেস এর এক্সিকিউটিভ ডাইরেক্টর জয়নাল আবেদীন রতন।

[35318]

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এক্সিকিউটিভ ডাইরেক্টর হামিম গ্রুপ টঙ্গি জোনের ইঞ্জিনিয়ার ডক্টর নাজমুল হুদা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এনভয় গ্রুপের অফ ওয়াশ আব্দুল্লাহ আল মামুন, হেড অফ ওয়াশ স্ট্যান্ডার্ড গ্রুপের উজ্জল মোস্তফা কামাল, এবি গ্রুপের সিনিয়র জিএম (অপারেশন) মিজানুর রহমান শামীম, এজে ওয়েট এন্ড ড্রাই প্রসেস লিমিটেড এর এক্সিকিউটিভ ডাইরেক্টর জয়নাল আবেদীন রতন, ওয়াশিং জব ফাউন্ডেশনের সভাপতি রাজীব মাহবুব ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুশফিক। 

এছাড়া দেশের শতশত ওয়াশিং প্লান্টে কর্মরত সদস্যসহ আরও অনেকে এই মিলনমেলায় অংশগ্রহণ করেন।   

সবশেষে জনপ্রিয় কন্ঠশিল্পী হিরো ফকিরের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই মিলনমেলার সমাপ্তি হয়।