পাঁচদিন ধরে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৬:৫৫ পিএম

পাঁচদিন ধরে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

ছবি: রূপালী বাংলাদেশ

দিনাজপুরের ফুলবাড়ী পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের বয়লারের পাইপ ফেটে লিকেজ হওয়ায় পাঁচদিন ধরে পুরোপুরি বন্ধ রয়েছে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। এতে বিদ্যুৎ সংকটে পড়েছে দিনাজপুর-রংপুর অঞ্চলের ৮ জেলার শিল্প-কারখানাসহ সেচ কার্যক্রম।

তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের বয়লারের পাইপ ফেটে লিকেজ হওয়ায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে ইউনিটটি থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটটি বন্ধ হওয়ার পাশপাশি পূর্বে ২নং ও ৩নং ইউনিটও বন্ধ থাকায় বর্তমানে পাঁচদিন ধরে বিদ্যুৎ কেন্দ্রটিতে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার কথা নিশ্চিত করে কেন্দ্রেটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে ১নং ইউনিটটি চালু করা সম্ভব হবে এবং ৩ নং ইউনিটটি চালু করতে আরো সময় লাগবে। তবে ২নং ইউনিট কবে নাগাদ চালু করা যাবে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এরমধ্যে ১নং এবং ২ নং ইউনিট মিলে মোট ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আর ৩ নং ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। এরমধ্যে ২ নং ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। শুধুমাত্র ১নং ও ৩নং ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সচল ছিল।

এই দুই ইউনিট থেকে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রীডে সংযোগ করা হতো। এরই মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৫ ফেব্রুয়ারি ৩নং ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ কারণে সচল ছিল শুধুমাত্র ১নং ইউনিটটি। সেই ১নং ইউনিটটিও বয়লারের পাইপ ফেটে লিকেজের জন্য যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ১নং ইউনিটটিও বন্ধ হয়ে গেছে। এজন্য বিদ্যুৎ কেন্দ্রটিতে এখন পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, ১নং ইউনিটের পাইপ ফেটে লিকেজের কারণে ইউনিটটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। ইউনিট তিনটি পর্যায়ক্রমে দু-এক বছর পরপর কোটি কোটি টাকা ব্যয়ে ওভার হোলিং করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। কিছুদিন চালু থাকার পরই অচল হয়ে যায়। চলতি মাসে ১নং ও ৩নং ইউনিট অচল হলেও দীর্ঘ কয়েক বছর ধরে অচল হয়ে পড়ে রয়েছে ৩নং ইউনিটটি। বিদ্যুৎ কেন্দ্রটিতে সব মিলিয়ে পাঁচ শতাধিক কর্মকর্তা ও কর্মচারি কর্মরত থাকলেও বর্তমানে অধিকাংশই কর্মকর্তা ও কর্মচারি অলস সময় কাটছেন।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। তবে কয়েকদিনের মধ্যে ১নং ইউনিটটি সচল করা সম্ভব হবে এবং ৩নং ইউনিটটি সচল করতে আরো সময় লাগবে। তবে ২নং ইউনিট কবে নাগাদ সচল করা যাবে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আরবি/জেডআর

Link copied!